শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০২

বেনাপোলে ডলার সহ নারী পাসপোর্ট যাত্রী আটক 

নাসিম আক্তার,বেনাপোল (যশোর) প্রতিনিধি,

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেনাপোল কাস্টমস হাউস থেকে তাকে আটক করা হয়। আটক নাসরিন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা।

 

শুল্ক গোয়েন্দা সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারত থেকে এক বাংলাদেশি নারী পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এরই ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসের ভেতর অবস্থান করেন। পরে যাত্রী নাসরিন আক্তার ইমিগ্রেশনে আসলে তাকে আটক করা হয়।

 

এ সময় তার ব্যাগ থেকে ৭৬ হাজার ৪০০ আমেরিকান ডলার উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৫ লাখ টাকা। তার পাসপোর্ট নং-অ ১১৩২২২২০। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর